ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাঠেই শুরু হলো তুমুল মারামারি!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১২ অক্টোবর ২০১৮

মাঠের মধ্যেই শুরু হলো তুমুল লড়াই। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। ক্রিকেটকে নিরেট ভদ্রলোকের খেলা বলা হলেও কখনো কখনো কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে থাকে। এসব ঘটনায় আইসিসি থেকে শাস্তিরও বিধান রয়েছে। কিন্তু এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে যা ঘটলো তা সবকিছুকে ছাড়িয়ে গেছে। মাঠের মাঝেই খেলা ফেলে মারামারি শুরু করে দিলেন ক্রিকেটাররা! লেগে গেল তুমুল লড়াই।

নর্দপ ক্লাবের বিপক্ষে খেলা ছিল সেন্ট অ্যাসাফ ক্লাবের। নর্দপ ক্লাবের বোলার জর্ডান ইভান্সই এই মারামারির নাটের গুরু। কোনো একটা বিষয় নিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান ম্যাথু রায়ানের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন তিনি। সেই কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েন ক্রিকেটাররা। অন্যরা তাদের আলাদা করার চেষ্টা করছিলেন।  

এমন ঘটনায় হতবাক হয়ে গেছে ক্রিকেটাঙ্গন। মারামারি করে ২০ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন নর্দপ ক্লাবের জর্ডান ইভান্স। তার দলকেও ভুক্তভোগী হতে হয়েছে। কাটা পড়েছে ১৫ পয়েন্ট। তবে ২০১৯ সালের মৌসুমের শুরু থেকে এই শাস্তি কার্যকর হবে। নর্দপ অধিনায়ক মার্ক পয়েন্টনকেও শাস্তির আওতায় আনা হয়েছে। তাকে দেয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। 

সোশ্যাল সাইটে এই মারামারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ইংলিশ ক্রিকেটপ্রেমীরা। তারা বলছেন, এসব অভদ্র ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করা উচিত। ঘটনাটি এতটাই ছড়িয়ে পড়েছে যে, আন্তর্জাতিক গণমাধ্যম নজর দিতে বাধ্য হয়েছে।   

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি